শিরোনাম
ঢাকা, ১৫ জুলাই, ২০২৪ (বাসস) : তথ্য কমিশন বাংলাদেশ আজ সোমবার তথ্য অধিকার আইনের আওতায় ১০টি অভিযোগের শুনানী করে ৮টি অভিযোগের নিষ্পত্তি করেছে।
তিনটি অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য অধিকার আইন অনুযায়ী দুটিতে জরিমানা আরোপ, অপর একটিতে বিভাগীয় মোকদ্দমার সুপারিশ করা হয়েছে।
তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক আজ এ শুনানী করেন।