বাসস
  ১৫ জুলাই ২০২৪, ২১:২৯
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২:৪০

যশোরে শ্বশুরের স্মরণসভায় যোগ দিলেন সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

যশোর, ১৫ জুলাই, ২০২৪ (বাসস) : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আলী রেজা রাজুর জামাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। 
আজ সোমবার কবর জিয়ারত, দোয়া মাহফিল শেষে এই স্মরণসভার আয়োজন করা হয়। যশোর জিলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি ছিলেন নায়ক ফেরদৌস আহমেদ। 
সদর উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক শাহীন চাকলাদার। 
জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ লিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি।