শিরোনাম
সিলেট, ১৫ জুলাই ২০২৪ (বাসস) : সিলেট নগরীতে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরীর ২১ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মুহিবুর রহমান (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ। তিনি সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ি এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন যমুনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক। এসময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে মুহিবুর নামের শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।