শিরোনাম
মাগুরা, ১৬ জুলাই, ২০২৪ (বাসস): ‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে’- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ ও শপথ বাক্য পাঠ।
আজ মঙ্গলবার দুপুরে সমাবেশ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজিটাল সিস্টেমের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধে ‘বাল্য বিবাহ নিরোধ ঘন্টা’ শীর্ষক উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।