বাসস
  ১৭ জুলাই ২০২৪, ১২:৪৮

দিনাজপুরে এক বস্তা চোরাই কঙ্কাল উদ্ধার, আটক ৩

দিনাজপুর, ১৭ জুলাই, ২০২৪ (বাসস): জেলার ঘোড়াঘাট উপজেলার কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগে ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসাস ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকা থেকে সন্দেহ ভাজন ৩ জনকে আটক করে টহল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কঙ্কাল চুরির কথা স্বীকার করে তারা।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের  মনছের আলী মৃধার পুত্র  জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের  আনোয়ার হোসেনের পুত্র গোলাম মোস্তফা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের আবুল মিয়ার  পুত্র লালন মিয়া (৪২)।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে এক বস্তা মৃত ব্যক্তিদের হাড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কবরস্থান কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।