বাসস
  ১৭ জুলাই ২০২৪, ১৪:৫২

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ত্যাগের নির্দেশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৭ জুলাই, ২০২৪ (বাসস): পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদের আজ বুধবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রেরিত স্মারক পত্রের (স্মারক নং-৩৭.০১.০০০০.০৩১৯১.০০৪.২১.৩১৭) পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।