বাসস
  ১৭ জুলাই ২০২৪, ১৪:৫৬

ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও শান্তি সমাবেশ

ভোলা, ১৭ জুলাই, ২০২৪ (বাসস): জেলায় আজ কোটা বাতিল আন্দোলনের নামে জাতির জনক, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,  মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের নতুন বাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভোলা প্রেসক্লাবে সামনে এসে ঘন্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে শান্তি সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর কাদের মজনু মোল্লা,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলার সাবেক কমান্ডার অহিদুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হাসিব রহমান।