বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১০:০৬

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল, ১৮ জুলাই, ২০২৪ (বাসস): জেলার লোহাগড়া উপজেলার রামপুর  নামক স্থানে বুধবার রাতে দু'টি
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত শুভ শেখ  ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে।  এ দুর্ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনের সড়কে লোহাগড়া থেকে  এড়েন্দাগামী এবং নড়াইল থেকে লোহাগড়াগামী দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মোটরসাইকেল আরোহী শুভ শেখ গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।  আহত বাকি তিনজন হলেন- ধোপাদাহ গ্রামের রাব্বি ফকির (২০), ঝিনাইদহ জেলার শেখপাড়া এলাকার কামাল হোসেন (৪৫) ও তার স্ত্রী (৩৮)।আহতদের মধ্যে কামাল হোসেকে ঢাকা পঙ্গু হাসপাতাল  এবং রাব্বিকে  যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।