বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১১:৪১

পিরোজপুরে অস্বচ্ছলদের সু-চিকিৎসায় ১৮ লক্ষাধিক টাকা ব্যয়

পিরোজপুর, ১৮ জুলাই, ২০২৪ (বাসস): জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তিকৃত অস্বচ্ছলদের সু-চিকিৎসা দেয়ার লক্ষ্যে ১৮ লক্ষ ৫৪ হাজার ৬৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলার জেলা হাসপাতাল এবং ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ২ হাজার ৪৩০ জন নারী পুরুষ শিশুর চিকিৎসার লক্ষ্যে এ টাকা ৭টি রোগী কল্যাণ সমিতির মাধ্যমে খরচ করে। 
২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ঔষধ ক্রয়, বিভিন্ন ধরনের পরীক্ষা, শিশু খাদ্য ক্রয়, এ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণসহ বিভিন্ন খাতে এ টাকা ব্যয় করায় অস্বচ্ছল রোগীদের অনেকেরই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ নিজাম উদ্দিন জানান ,সরকারের এ সহায়তা জেলার যেকোন হাসপাতালে ভর্তি হওয়া অস্বচ্ছলদের দেয়া হয়েছে এবং এর ফলে তারা সুচিকিৎসা নিতে সক্ষম হয়েছেন। সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবীর জানান ,সরকারি হাসপাতালে যেসব ঔষধ থাকে না সেইসব ঔষধই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ক্রয় করে চিকিৎসাধীন রোগীর চিকিৎসকের হাতে তুলে দেয়া হয়। এছাড়া হাসপাতালের বাইরে গিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে এবং শিশুদের শিশুখাদ্য ক্রয় ও উন্নত চিকিৎসার জন্য উন্নত কোন হাসপাতালে প্রেরণের প্রয়োজন হলেও এখান থেকে সেসকল খরচ বহন করা হয়। পিরোজপুর পৌর এলাকার রায়েরকাঠী গ্রামের প্রবীণ ইসহাক আলী শেখ বলেন সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির সহায়তা পেয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেড়েছেন।