বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১৫:১৮

নৈরাজ্যের বিরুদ্ধে চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

চাঁদপুর, ১৮ জুলাই, ২০২৪ (বাসস):  কোটা আন্দোলনের নামে ৩০ লাখ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, জনসাধারণকে জিম্মি এবং বিশ্বদরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে আজ মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের শপথ চত্বর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদ। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, হাফেজ খান ও ইয়াকুব আলী মাষ্টার প্রমূখ।
মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নেতা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।