বাসস
  ১৮ জুলাই ২০২৪, ১৯:৩৬

বগুড়া মুক্তিযোদ্ধা সংসদ ভাংচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন

বগুড়া, ১৮ জুলাই, ২০২৪ (বাসস) : কোটা আন্দোলনকারিরা বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও মুজিব মঞ্চ ভাংচুর করার প্রতিবাদে মানব বন্ধন ও সামবেশ করেছে বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সাতমাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, বীর মুক্তিযোদ্ধা নজমল হক ও বীর মুক্তিযোদ্ধাসামছুল আলম প্রমুখ।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, কোটা আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধ বিরোধীরা মঙ্গলবার বগুড়ায় যে তান্ডন চালিয়েছে তার প্রতিবাদ জানাতে এই মানবন্ধন। তারা বলেন মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। এটি জাতির জন্য লজ্জার ব্যাপার। মাথায় জাতীয় পতাকা পড়ে কোটা আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই অপশক্তিকে দমন করতে হবে।