বাসস
  ২৪ জুলাই ২০২৪, ১৭:২৯

জয়পুরহাটে জনজীবনে স্বস্তি

জয়পুরহাট, ২৪ জুলাই, ২০২৪ (বাসস): কোটা সংস্কার আন্দোলনে একটানা কয়েকদিন কারফিউ ও ১৪৪ ধারা জারী থাকায় জনমনে আতংক থাকলেও আজ বুধবার সকাল থেকে স্বস্তি দেখা গেছে জেলাবাসির মধ্যে। পাশাপাশি রাস্তাঘাট ও অফিস আদালতে বেড়েছে মানুষের উপস্থিতি।
জেলা ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী জানান, সরকারের নির্দেশনা মোতাবেক জয়পুরহাট জেলায় মঙ্গলবার কারফিউ শিথিল করা হয়। আজ বুধবার অফিস আদালত খোলা থাকায় জনমনে স্বস্তির পাশাপাশি বেলা ১১ টা থেকে রাস্তাঘাটে যান চলাচল বৃদ্ধি পেয়েছে।
জেলার অভ্যন্তরে পাঁচ উপজেলার বিভিন্ন রুটে বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু করেছে। অগ্রণী ব্যাংক জয়পুরহাট শাখা ঘুরে দেখা যায় সাধারণ মানুষ বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ এবং টাকা লেনদেন করছেন। এসময় তারা স্বস্তি প্রকাশ করেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জননিরাপত্তায় পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। জেলা জজ কোর্টেও জন সাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানান, আইনজীবী আসাদুল ইসলাম।