বাসস
  ২৫ জুলাই ২০২৪, ১৩:০৭

চাঁদপুরে কারফিউ শিথিল

চাঁদপুর, ২৫ জুলাই, ২০২৪ (বাসস): জেলায় গতকাল সকাল ১০ টা বিকেল ৫ টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা
হয়েছিল ওই সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। লঞ্চ ও বাস চলাচল করতে দেখা গেছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং জনসাধারণ সেবা নিচ্ছেন। আজকেও লঞ্চ ও বাস চলাচল করতে দেখা গেছে, শহরে জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। তবে বিদ্যুৎতের প্রিপেইড মিটার গ্রাহকদের রিচার্জে সমস্যা হচ্ছে, কারণ এখনো  নেটওয়ার্ক পুরোপুরি  স্বাভাবিক হয়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসমাগম আগের চেয়ে  বেড়েছে। জনজীবন স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।