বাসস
  ২৫ জুলাই ২০২৪, ১৩:৪৭

জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা তিনদিন বাড়ানো হয়েছে

জয়পুরহাট, ২৫ জুলাই, ২০২৪ (বাসস): 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এ স্লেøাগানকে সামনে রেখে জয়পুরহাটে ১৮ জুলাই থেকে সপ্তাহ ব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আরও তিনদিন বাড়ানো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা বগুড়া মতলুবুর রহমান জানান, জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জয়পুরহাট বন বিভাগ ওই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু করা হয় ১৮ জুলাই। যা শেষ হওয়ার কথা ছিল ২৪ জুলাই । কোটা সংস্কার আন্দোলনের ফলে বৃক্ষমেলায় লোকজনের উপস্থিতি একেবারেই কমে যায়। যাতে মেলায় অংশ গ্রহণকরা নার্সারী মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে মেলা আগামী শনিবার (২৭ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান, বিভাগীয় বন কর্মকর্তা ।মেলায় স্টল প্রদানকারী সাথী নার্সারীর মালিক আবুল হাসনাত বলেন কারফিউ শিথিল হওয়ায় মেলায় লোকজনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ।
মেলায় বিভিন্ন নার্সারী থেকে ১৯ টি স্টল স্থান পেয়েছে।