বাসস
  ২৫ জুলাই ২০২৪, ১৭:২৭
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭:৩৩

চলমান কারফিউর’র মধ্যে বরিশাল জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ  

বরিশাল, ২৫ জুলাই, ২০২৪ (বাসস) : চলমান কারফিউর’র মধ্যে খেটে খাওয়া প্রান্তিক শ্রমজীবী অসহায় সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন বরিশাল জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ২য় ধাপে জেলার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বরিশাল জেলা প্রশাসন এই কার্যক্রম পরিচালনা করে।
এসময় প্রায় ২’শ ৩০ জন খেটে খাওয়া প্রান্তিক শ্রমজীবী অসহায় সাধারন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। সুবিধাভোগিদের মধ্যে বেশির ভাগই শ্রমজীবী অসহায় ভ্যান-রিক্সা চালক, গৃহকর্মী ও শ্রমিক।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদিপ ঘড়াই, বরিশাল সদর উপজেলা নিবার্হী অফিসার মো. সাখায়াত হোসেনসহ জেলা প্রশাসক কার্যলয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।