শিরোনাম
যশোর, ২৭ জুলাই, ২০২৪ (বাসস) : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। ১৩ পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু। তিনি আরও জানান, এরই মধ্যে ভোটের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে ৪ জন। তারা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর। যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন এএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। আর কেনো প্রার্থী না থাকায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি । ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম। এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৮ জন হলেন শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ ও হাবিবুর রহমান মিলন। উল্লেখ্য, এ নির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন, সাধারণ সম্পাদক পদে এইচ আর তুহিন ও নির্বাহী সদস্য পদে নুর ইসলাম। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।