বাসস
  ২৭ জুলাই ২০২৪, ১৩:১২
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৩:১৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর, ২৭ জুলাই, ২০২৪(বাসস) : জেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় নিছারন খাতুন (৫৫) নামের একজন নিহত হয়েছে। মৃত নিছারন মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মৃত মতলেব আলীর মেয়ে। শনিবার  সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চােখতােলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- নিছারন সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় কুষ্টিয়াগামি একটি লাটা হাম্বা (ইঞ্জিন চালিত পরিবহন) তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান- নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এবং লাটা হাম্বা গাড়িটি জব্দ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্ত হয়নি।