বাসস
  ২৭ জুলাই ২০২৪, ১৫:১৯

মুন্সীগঞ্জে ব্যস্ত সময় পার করছেন নৌকা তৈরির কারিগররা

// নাসির উদ্দিন //
মুন্সীগঞ্জ, ২৭ জুলাই, ২০২৪ (বাসস): জেলার শ্রীনগরে বর্ষা মৌসুমে বিভিন্ন কাজ-কর্মে নৌকার কদর বাড়ে। তাই এখন নৌকা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে দোকান-ঘর ভাড়া নিয়ে কাঠমিস্ত্রিরা নৌকা তৈরি করছেন। শ্রমজীবী নি¤œআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিভিন্ন সাইজের রেডিমেট কোষা নৌকার পসরা সাজিয়ে রাখার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুসারে অর্ডারে নৌকা তৈরি করে দিচ্ছেন কাঠমিন্ত্রিরা। করছেন। প্রকারভেদে এসব রেডিমেট নৌকা বিক্রি করা হচ্ছে ৪ হাজার টাকা থেকে শুরু ৮ হাজার টাকায়।
এক সময় মুন্সীগঞ্জ তথা ঐতিহ্যবাহী বিক্রমপুরের ভরাবর্ষা মৌসুমে শতভাগ মানুষের যাতায়াতে অন্যতম বাহন নৌকার ব্যবহার হতো। কালের বিবর্তণে নদী-নালা, খাল-বিল, কালভার্টের মুখ ভরাটসহ নতুন রাস্তাঘাট নির্মাণের ফলে এই অঞ্চলে নৌকা চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাই পরিবহন হিসেবে পরিচিত নৌকা এখন বিলুপ্তির পথে। এর পরেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কৃষি, গৃহস্থালী, মাছ শিকারের জন্য বিল এলাকায় নৌকার ব্যবহার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার তিনদোকান, বাঘড়া বাজার, সাতগাঁও, ফুলকুচি, পাটাভোগ, বাড়ৈখালীসহ বেশকিছু স্থানে নৌকাশিল্প গড়ে উঠেছে। বসতবাড়ি কিংবা সড়কের পাশে কারিগররা নৌকা প্রস্তুতে বিভিন্ন কাজ-কর্ম করছেন তারা।
লক্ষ্য করা গেছে, এসব রেডিমেট নৌকা তৈরির কাজে উড়িআম, মেহগনি, চামবল, কড়ইসহ বিভিন্ন প্রজাতির কাঠের ব্যবহার করা হচ্ছে। রাঢ়িখাল এলাকার পরিমল, দেউলভোগের হৃদয় মন্ডল ও সজিবসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, দৈনিক ৮০০ টাকা রোজে নৌকা তৈরির কাজ করছেন। দু’জন কারিগর মিলে প্রতিদিন দু’টি কোষা নৌকা প্রস্তুত করতে পারছেন।
ফুলকুচি গ্রামের বাঁধন বাছার বলেন, বছরের জ্যৈষ্ঠমাস থেকেই নৌকার বানানো শুরু করেছি। চলতি মৌসুমে অন্তত ৪ শতাধিক রেডিমেট নৌকা বিক্রির টার্গেট করছেন তিনি। গত মৌসুমে ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৩ শতাধিক কোষা নৌকা বিক্রি করেছেন তিনি।
তিনদোকান এলাকার নৌকা ব্যবসায়ী মেঘু সরকার বলেন, চারজন শ্রমিক নিয়ে নৌকা তৈরি করছেন। ১৩ হাজার টাকা চুক্তিতে চামবল কাঠের ১৪ হাত লম্বা একটি কোষা নৌকা তৈরির অর্ডার পেয়েছেন। ২৪ ঘন্টায় নৌকা প্রস্তুত সম্পন্ন করেছেন। জানা গেছে, রেডিমেট এসব নৌকার বেশীর ভাগই বিক্রি করা হচ্ছে শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ নৌকার হাটে। এছাড়া পার্শ্ববর্তী লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা সাপ্তাহিক হাটেও কাঠমিস্ত্রিরা রেডিমেট নৌকা বিক্রি করে থাকেন।