বাসস
  ২৭ জুলাই ২০২৪, ১৬:২৭

সহিংসতার ঘটনায় র‌্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেফতার

ঢাকা, ২৭ জুলাই, ২০২৪ (বাসস) : কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সারাদেশে অভিযান চালিয়ে আরও ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর মধ্যে ঢাকায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে ২১৯ জনসহ সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।