বাসস
  ২৭ জুলাই ২০২৪, ১৭:২১

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কৃষকলীগ

ঢাকা, ২৭ জুলাই, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমীর চন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে কৃষক লীগ আজ সারা দেশের সহিংস তান্ডবের ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, শামীমা আকতার, সাংগঠনিক সম্পাদক গাজী জসীমউদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব ও নূরে আলম সিদ্দিকী হক প্রমুখ উপস্থিত ছিলেন।