শিরোনাম
ঢাকা, ২৭ জুলাই, ২০২৪ (বাসস) : সরকার আগামীকাল রোববার থেকে তিনদিনের জন্য সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬ ঘন্টা সরকারি ও বেসরকারি অফিস চলার সময় ঘোষণা করেছে।
এদিকে, রাজধানীতে ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি অফিস আগামী তিনদিন অর্থাৎ রোববার, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
এর আগে অফিস ও ব্যাংক সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলার নির্দেশ দেয়া হয়েছিল।