শিরোনাম
পিরোজপুর,২৮ জুলাই,২০২৪ (বাসস): জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ২ শত ৭২ জন কঠিন রোগে আক্রান্তদের সু-চিকিৎসার লক্ষ্যে সরকার ১ কোটি ৩৬ লক্ষ টাকা অনুদান দিয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় প্রতি রোগীর জন্য ৫০ হাজার টাকার চেক রোগীদের অথবা তাদের নিকটজনের হাতে তুলে দিয়েছে। ২০২৩ সালের ১ জুলাই হতে গত ৩০ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলার ২ শত ৭২ জন আর্থিকভাবে অস্বচ্ছল ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর সু-চিকিৎসার জন্য এ টাকা অনুদান দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবীর জানান ,৪টি কিস্তিতে গত অর্থ বছরে ১ কোটি ১৬ লক্ষ টাকা ছাড়াও ২০ লক্ষ টাকার ১টি বিশেষ বরাদ্দও এসেছে। তিনি বলেন এ অর্থ বিতরণের নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে আবেদনগুলো যাচাই বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর রোগ নিশ্চিত হয়ে এ অর্থ প্রদান করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান সরকারের এ আর্থিক সাহায্য পেয়ে শত শত অস্বচ্ছল রোগাক্রান্ত নারী পুরুষ ও শিশু উপকৃত হচ্ছে এবং অনেকেই এ কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা গ্রামের লিভার সিরোসীস রোগে আক্রান্ত প্রহলাদ শীল বলেন, সু-চিকিৎসার অভাবে ধীরে ধীরে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আমার পরিবারের সকলেই আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তখনই সরকারের এ আর্থিক সাহায্যের ৫০ হাজার টাকা পেয়ে সু-চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সংসারের জন্য আয় রোজগার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ টাকা না পেলে চিকিৎসার অভাবে আমাকে মরেই যেতে হত।