বাসস
  ২৮ জুলাই ২০২৪, ১৪:১৬

বরিশালে কোটা বিরোধী আন্দোলনের সংহিংস ঘটনায় গ্রেফতার ৯৫ জন

॥ শুভব্রত দত্ত ॥
বরিশাল, ২৮ জুলাই, ২০২৪ (বাসস) : বিগত কোটা বিরোধী আন্দোলন ও ছোট-বড় সংহিংসতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ থানায় মোট ৫টি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯৫ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনের নামে বিভিন্নস্থানে একাধিক সংহিংসতা ও জ্বালাও পোড়াও ঘটনায় সর্বমোট মেট্রোপলিটন পুলিশের ৪ থানায় মোট ৫টি মামলা করা হয়েছে। এ মামলাগুলোর আসামীদের মেট্রোপলিটন পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে গ্রেফতার করছেন। এদের মধ্যে এখনো বেশ কিছু আসামী ও সংহিংসতাকারীদের পুলিশ খুজঁছে।
এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেহিদুল কবির (বিপিএম-পিপিএম) বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে বিভিন্নস্থানে একাধিক সংহিংসতা ও জ্বালাও পোড়াও ঘটনায় জরিতদের প্রত্যেক আসামিকে প্রত্যক্ষদর্শী ও সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী যে কোন ব্যক্তি হোক না কেন তাদেরকে এ ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।