শিরোনাম
সুনামগঞ্জ, ২৮ জুলাই ২০২৪ (বাসস) : জেলায় আজ সুনামগঞ্জ জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন খেয়াঘাট, যাত্রী ছাউনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ১০০% তামাকমুক্ত’ করার লক্ষ্যে মোট ১৫ টি সাইনেজ স্থাপন করা হয়েছে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এসব সাইনেজ উদ্বোধন করেন।
সুনামগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে স্থাপিত সাইনেজগুলো হলো- সুনামগঞ্জ লঞ্চঘাটের ফেরী ঘাট ও জেটিতে- ২টি, টুকেরঘাট ও হবতপুর খেয়ার উভয় পাশে ২টি, জয়নগর পৈন্দা-নতুনবাজার খেয়া ঘাটে-১টি, দেওয়ান নগর নীলপুর খেয়া ঘাটে ১টি, মল্লিকপু যাত্রী ছাউনীর পাশে ১টি, পশ্চিম হাজীপাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজের গেটের সামনে যাত্রী ছাউনীতে ১টি, হালুয়ারঘাট খেয়ার উভয় পাশে ২টি, রঙ্গারচর আমবাড়ী খেয়ার উভয় পাশে ২টি, নতুন বাস টার্মিনালের বিরতিহীন টিকেট কাউন্টারে ২টি, নিলাদ্রীর কাউন্টারে ১টিসহ মোট ১৫ টি।