বাসস
  ২৮ জুলাই ২০২৪, ২০:২৯

আন্দোলনের নামে অরাজকতার প্রতিবাদে পাঁচ শতাধিক প্রকৌশলীর বিবৃতি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৪ (বাসস) : কোটা সংস্কার আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে অরাজকতা সৃষ্টির প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) শতাধিক প্রকৌশলী।    
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের এই উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশে অসংখ্য সরকারি-বেসরকারি অবকাঠামো ও যানবাহনসহ সারা দেশে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ জনগণের প্রাণহানিসহ দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতিসাধন করেছে। 
বিবৃতিতে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, আইইবি’র প্রেসিডেন্ট ও বিপিপি’র পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজরুল হক মঞ্জু, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও রাজউক’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূঁইয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান, ইঞ্জিনিয়ার শেখ মো. মহসিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মনির হোসেন পাঠান, বিপিপি’র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নূর, আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহ্ফুজুল ইসলাম পিইঞ্জ., ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ., ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী পিইঞ্জ., ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবিব আহমেদ হালিম (মুরাদ), ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, আইইবি’র প্রকৌশল বিভাগসমূহের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মুৎসুদ্দী, ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার আহসান বিন বাশার (রিপন), ইঞ্জিনিয়ার এ. এন. এম. তারিক আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সতীনাথ বসাক, ইঞ্জিনিয়ার কাজী মুশতাক উল্লাহ, ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মো. ইলিয়াছ হোসাইন, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান মুকুল, ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার নাথ, সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ শিহাবুর রহমান, ইঞ্জিনিয়ার এস. এম. আল-ইমরান, ইঞ্জিনিয়ার সুমন দাশ, ইঞ্জিনিয়ার মো. ওবায়দুল্লাহ (নয়ন), ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ওয়ালিউল ইসলাম, ইঞ্জিনিয়ার তানভীর মাহমুদুল হাসান। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ, ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির, ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তালেব দোলন, ইঞ্জিনিয়ার শওকত আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার কাজী আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার ওয়ালি উল্লাহ শিকদার, ইঞ্জিনিয়ার মো. ফজলুল্লাহ, ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ইঞ্জিনিয়ার শেখর ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মো. আতাউল মাহমুদ, অধ্যাপক ড. স্থপতি মো. মাসুম ইকবাল, ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম মিয়া, ইঞ্জিনিয়ার হাম্মাদ মুজিব, ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খান বেলাল, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শাহিন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মানিক, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, ইঞ্জিনিয়ার এম. এম. সিদ্দিক, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইঞ্জিনিয়ার খোকন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার বিনয় কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার মো. ফিরোজ আলম তালুকদার, অর্থ সম্পাদক, ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাস, ইঞ্জিনিয়ার আমিরুল হক ভূঁইয়া, তথ্য সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় প্রসাদ সাহা সনেট, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আলী নূর রহমান, ইঞ্জিনিয়ার মো. জিল্লুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাপস দত্ত, ইঞ্জিনিয়ার হারুনূর রশিদ, শিল্প কারখানা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম স্বপ্নিল, ইঞ্জিনিয়ার তরুণ কুমার নাথ, সাহিত্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. ফেরদৌস আলম, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনির, ইঞ্জিনিয়ার শফিউল আলম ডলার, ইঞ্জিনিয়ার মুফতি মাহমুদ রনি, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আরিফ, ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুয়িদ, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাহিদ রেজা শান্তু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মান্নান মিয়া, ইঞ্জিনিয়ার মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোসাদ্দেক আলী, ইঞ্জিনিয়ার আব্দুল আজিম জোয়ার্দার, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ওয়াজেদ উদ্দিন ওয়াজেদ, ইঞ্জিনিয়ার শহিদুল আলম, ইঞ্জিনিয়ার আশুতোষ মিস্ত্রি, ইঞ্জিনিয়ার ইমরুল হাসান, ইঞ্জিনিয়ার এম. এ. সাঈদ, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম রাসেল, ইঞ্জিনিয়ার হাবিবুল আজিজ, ড. ইঞ্জিনিয়ার আহসান আখতার হাসীন, ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন, ইঞ্জিনিয়ার সুনির্মল মন্ডল, ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম, ইঞ্জিনিয়ার রকিবুর রহমান, ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ শেফিন, ইঞ্জিনিয়ার হেমায়েত আলী খান, ইঞ্জিনিয়ার মো. মেহেদি ইমরান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন মিঠু, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, ইঞ্জিনিয়ার জিয়াউল কবির মুন, ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার ছায়েদুর রহমান সেন্টু, ইঞ্জিনিয়ার মো. নুরুন্নবি পাঠান, ইঞ্জিনিয়ার শেখ সাদী রহমত উল্লাহ (হিরু), ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার এস এম ফারুক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন, ড. ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার নুরুন্নবি প্রধান, ইঞ্জিনিয়ার মীর মো. জিন্নাত আলী, ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার আজগর আলী, ইঞ্জিনিয়ার চন্দন কুমার কুন্ড, ইঞ্জিনিয়ার শেখ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুমন দাশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল, ইঞ্জিনিয়ার মো. বশির উদ্দিন, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বাবু, ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, ইঞ্জিনিয়ার এ এস এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী মো. ফিরোজ খান নুন ফরাজী, মেজর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম শাখা’র সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, খুলনা শাখার সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সোবাহান মিয়া, কুমিল্লা শাখা’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ কবির, রাজশাহী শাখার সভাপতি মো. নিজামুল হক সরকার, সিলেট শাখা’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার মো. জহির বিন আলম, বরিশাল শাখা’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. শমশের আলী মিয়া, নরসিংদি শাখা’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী, এমপি, নারায়ণগঞ্জ শাখা’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, যশোর শাখা’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুর শাখা’র সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ দেশের প্রায় পাঁচ শতাধিক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলী, পেশাজীবী, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।