বাসস
  ২৯ জুলাই ২০২৪, ১৮:৫৩

ঝালকাঠিতে সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুজব বিষয়ে করণীয় শীর্ষক আলোচনাসভা

ঝালকাঠি, ২৯ জুলাই ২০২৪ (বাসস): জেলায় আজ সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, গুজব ছড়ানো, মোবাইলের অপব্যবহার বিষয়ক সামাজিক সমস্যা নিরসনে ইমাম, পুরোহিত, ফাদার ও সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের উদ্যোগে করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। 
এসময় জেলার জেলার পাঁচ শতাধিক ইমাম, পুরোহিত , ফাদার ও সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বিভিন্ন সময়ে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালিয়ে দেশে একটি অরাজকতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। এরকম যেকোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও সরকার বিরোধী গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিহত করতে হবে।