শিরোনাম
ঢাকা, ২৯ জুলাই, ২০২৪ (বাসস): ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টও যেন আগামীদিনে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ট্রাস্টের সকলকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করতে হবে, কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না।
আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৩তম বোর্ড সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. বীরেন শিকদার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আরোমা দত্ত, ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু পালসহ ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন।