শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৪ (বাসস) : সঙ্গীতশিল্পী ও উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আজ বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
তিনি ১১ বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার পরবর্তীতে তার ফুসফুস ও হাড়ে সংক্রমিত হয়।
গত ২৩ জুলাই হাসান আবিদুর রেজা জুয়েল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
উল্লেখ্য, জুয়েল ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন। পরে, মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে তার অভিষেক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শুরু করার পর টিএসসিতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে তার পদচারণা শুরু হয়। পরবর্তীতে ১৯৯২ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ হয়। ১৯৯৩ সালে প্রকাশিত হয় অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ তিনি দশটির মতো অ্যালবাম প্রকাশ করেছেন। এরমধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি শ্রোতামহলে জনপ্রিয় ও সমাদৃত হয় ।