শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৪ (বাসস) : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ২০২৩ পঞ্জিকা বর্ষের দলীয় আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেয়া হয়েছে। আজ নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সচিব শফিউল আজিমের কাছে এ রিপোর্ট জমা দেওয়া হয়।
গত ২০২৩ সালে জাতীয় পার্টির মোট আয় হয়েছিল ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮শ’৩১টাকা ৪৪ পয়সা, ব্যয় হয়েছে ১কোটি ১৩ লাখ ১৮হাজার ৫শ’ ২৫ টাকা এবং সমাপনী বৎসরে ব্যাংক স্থিতি রয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩শ৬ টাকা ৪৪ পয়সা ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব এ্যাড.মোঃ রেজাউল ইসলাম ভূঁঞা'র নেতৃত্বে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ভূইয়া ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ সময় উপস্থিত ছিলেন।