শিরোনাম
নড়াইল, ৩০ জুলাই, ২০২৪ (বাসস) : নড়াইলে পৃথক দুইটি মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামিরা হলেন যশোর কোতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়া এলাকার সলেমান শেখের ছেলে মফিজুর রহমান (৪৪) ও খুলনার খানজাহান আলী থানার পাড়িয়ার ডাঙ্গা এলাকার আফসার শেখের ছেলে হযরত শেখ (৩৭)।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো.আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় মফিজুর আদালতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৭ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হযরত শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায় ঘোষনার সময় আসামি হযরত শেখ আদালতে অনুপস্থিত ছিলেন।