শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৪ (বাসস) : জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাসদ নেতারা বলেন, চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি যখন উঠেছিল তখনই নিষিদ্ধ করা হলে ২০১৩, ২০১৪, ২০১৫ এর সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক সহিংসতার তান্ডব দেখার পর ২০২৪ সালে জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা আন্দোলনের মুখোশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এবং তাদের রাজনৈতিক পার্টনারদের সুপরিকল্পিত ধ্বংসাত্মক সহিংসতা, নাশকতা দেখতে হতো না।
জাসদ কেন্দ্রীয় কমিটি ১৪ দলের সিদ্ধান্তের আলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে নিষিদ্ধ করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
জাসদ একই সাথে সন্ত্রাসবাদী জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করে তাদের তালিকাও প্রকাশ করার দাবি জানিয়েছে।