বাসস
  ৩১ জুলাই ২০২৪, ১৩:২০

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

জয়পুরহাট,৩১ জুলাই, ২০২৪ (বাসস): ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় আজ থেকে, র‌্যালী  আলোচনাসহ নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূিচর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণ । জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। ৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহীর উদ্দীন, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, মৎস্যজীবী হেলাল উদ্দিন, সারোয়ার বিশ্বাস প্রমূখ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।