বাসস
  ৩১ জুলাই ২০২৪, ২০:২৬

সুনামগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ

সিলেট, ৩১ জুলাই, ২০২৪ (বাসস) : কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে দেশব্যাপি বিএনপি- জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে প্রচারপত্র বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
আজ বুধবার বিকেলে উপজেলা সদর মধ্যনগর বাজারের বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রচারপত্র বিলি শুরু হয়। প্রচারপত্র বিলি শেষে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।
সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেবার পরও কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সরকারের ওপর দায় চাপাতে কারা শিক্ষার্থীদের ওপর হামলা করলো? এটা আজ জাতির সামনে পরিষ্কার। ’৭১ এর পরাজিত শক্তি জামাত- শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছে এরপর এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এরা শিক্ষার্থীদের পায়ের রগ কাটলো, ভবনের উপর থেকে ফেলো দিল, পুলিশকে পিটিয়ে মারলো এগুলোরও বিচার করতে হবে। এজন্য বিএনপি-জামায়াতসহ সকল নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।