বাসস
  ৩১ জুলাই ২০২৪, ২১:৫৮

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার বদলি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৪ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি বা পদায়ন করা হয়। 
এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।