বাসস
  ০১ আগস্ট ২০২৪, ১৫:০৮
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২০:৪৫

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কে ২ ভাইসহ নিহত ৪

গোপালগঞ্জ, ১ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলার ঢ্কাা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরে বাস-ট্রাকের মধ্যে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই সহোদরসহ নিহত হয়েছেন চারজন।
আজ বৃহস্পতিবার উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ(৩০) এবং ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)। 
নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামে। এরা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিলেন।
পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।  ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় অপরদিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝখানে পড়ে যায় ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ইজিবাইকের যাত্রী দুই সহোদর ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ইজিবাইক চালকসহ আরো বেশ কয়েকজন আহত হন। মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)কে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে এই দুইজনও নিহত হন।