বাসস
  ০১ আগস্ট ২০২৪, ২১:২৯

১২ দিন পর চট্টগ্রাম থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম, ১ আগস্ট, ২০২৪ (বাসস): কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সৃষ্ট সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়ার ১২ দিন পর চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিন আজ স্বল্প দূরত্বের তিনটি ট্রেন যাত্রী পরিবহন করেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমদিন আজ সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ট্রেন, সকাল পৌনে ১০টায় ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন ও সকাল ১১টা ২৫ মিনিটে নাজিরহাট রুটের লোকাল ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এ তিনটি ট্রেন চট্টগ্রাম থেকে চলাচল করবে। তিনটি ট্রেনেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল। তিনটি ট্রেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে।