বাসস
  ০২ আগস্ট ২০২৪, ২১:৩২
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২১:৩৪

চট্টগ্রামে দিনভর মাঝারি বৃষ্টিপাত, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রাম, ২ আগস্ট, ২০২৪ (বাসস) : চট্টগ্রামে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের সহকারী পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান বাসসকে জানান, নগরীতে আজ সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। আগামী ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পাহাড়ধসেরও আশঙ্কা করা হচ্ছে।