বাসস
  ০৩ আগস্ট ২০২৪, ১২:৪৫

স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের প্রতিবাদে শরীয়তপুরে সাংস্কৃতিক সমাবেশ

শরীয়তপুর, ৩ আগস্ট, ২০২৪ (বাসস) : কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের পরেও স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে “অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অঙ্গন চাই” দাবিতে সমাবেশ করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ শরীয়তপুর।
আজ শনিবার বেলা ১১টায় শরীয়তপুর সদরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদস্য ফারুক আহমেদ তালুকদার, দেলোয়ার হোসেন তাুকদার, শরীয়তপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অমিত ঘটক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকার প্রমূখ। এছাড়াও  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকার কর্তৃক কোটা সংস্কার আন্দলনকারীদের যৌক্তিক দাবি পূরণের পরেও দেশের স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামাতের নাশকতামূলক দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের শক্তিকে সোচ্চার হওয়ার আহবান জানান। চক্রান্তকারীরা যেভাবে গুজব ছড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করছে তা প্রতিহত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান।