শিরোনাম
পিরোজপুর, ৪ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলায় আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও জমায়েত এর আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয় ও এর সামনের সড়কে শতশত আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দসহ দলটির অঙ্গ সহযোগী ও সংগঠনের কর্মীরা অবস্থান নেয়।
সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচি এখনও চলছে। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান খালেক, সদস্য গোপাল বসু, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুল্লাহ লিটন, মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চান, যুবলীগের জিয়াউল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা আজ সকাল ১০টা থেকে জেলা শহরে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। তারা দেশে নৈরাজ্য এবং ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানান। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক সেন্টু, সাবেক জেলা কমান্ডার গৌতম রায়, যুদ্ধকালীন কমান্ডার নূরদিদা খালেদ রবি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।