শিরোনাম
বগুড়া, ৪ আগস্ট, ২০২৪ (বাসস) : ক্যান্সার ,কিডনী,লিভার-সিরোসিস, ষ্ট্রোকে প্যরালাইজড ,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আথিক সহায়তার চেক ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমে ভিক্ষুকদের মাঝে মালামালসহ দোকানঘর বিতরণ করেছে বগুড়া পৌর সমাজসেবা কার্যালয়।
রোববার বেলা ১২ টায় শহরের মালতিনগরে পৌর সমাজসেবা কার্যালয়ে সাড়ে ২৪ লাখ টাকা ও পণ্যসহ দোকান ঘর বিতরণ করা হয়। এর মধ্যে কিডনী,লিভার-সিরোসিস, ষ্ট্রোকে প্যরালাইজড ,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ২৩ লাখ টাকার চেক ৫০ হাজার টাকা করে ৪৬ জনের মধ্যে বিতরণ করা হয়।
কর্মসংস্থান সহায়ক বিপণী বিতান(ষ্টল ও পণ্য সামগ্রী) ৩ জনের মধ্যে বিতরণ করা হয়। প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ১লাখ ৫০ হাজার টাকার দোকান ঘর ও দোকনের মালামাল দেয়া হয়। এ সভা প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অফিসার আবু সাঈদ সো: কাওসার রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান, উপজেলা সামাজ সেবা অফিসার মো: আব্দুল মোমিন। এতে সভাপতিত্ব করেন শহর সমাসেবা অফিসার নুলল ইসলাম।