শিরোনাম
কিয়েভ, (ইউক্রেন) ৫ আগস্ট, ২০২৪ (বাসস) : ইউক্রেন রোববার দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্কো অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শিশু এবং তাদের অভিবাবকদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। এ অঞ্চলে রাশিয়াবাহিনী অগ্রসর হওয়ার দাবি করার পর এমন ঘোষণা দেয়া হলো। খবর এএফপির।
মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়া বলেছে, তাদের বাহিনী পার্শ্ববর্তী একটি গ্রাম দখল করে নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক বিভিন্ন গ্রাম দখল করার কথা জানানোর পর তারা গ্রামটি দখল করল।
দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন বলেছেন, ‘শত্রুতা প্রতিদিন এ অঞ্চলের শহর ও গ্রামে বোমাবর্ষণ করছে। তাই অভিবাবকসহ শিশুদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’