বাসস
  ০৬ আগস্ট ২০২৪, ১৪:৩৬

অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোরশেদ পদ থেকে অব্যাহতি চেয়েছেন

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (বাসস): অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবর তার পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে এই অব্যাহতি পত্র দিয়েছেন বলে বাসস’কে তিনি আজ বলেন। তিনি বলেন, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি এই অব্যাহতি পত্র দিয়েছেন।
২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।