বাসস
  ০৬ আগস্ট ২০২৪, ২৩:১৮

পুলিশ স্টেশনের নিরাপত্তা ও ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার

ঢাকা, ৬ আগস্ট ২০২৪ (বাসস): দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও দেয়া হয়েছে।