শিরোনাম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (বাসস) : অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন।
এটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। এর আগে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর ও শেখ মোহাম্মদ মোরশেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর সাথে গণতন্ত্রকামী বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশা ও সাধারণ মানুষের বিপ্লবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
এখন তার আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।