শিরোনাম
জয়পুরহাট, ৯ আগস্ট, ২০২৪ (বাসস) : সেনাবাহিনীর সহযোগিতায় জয়পুরহাট থানাসহ জেলার পাঁচ থানায় আজ শুক্রবার থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জেলার পুলিশ বাহিনীর সদস্যরা নিজ-নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছেন।
আজ বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিক, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাটের ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ চলছে। অতি শিগগিরই তা জানা যাবে। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জয়পুরহাটের পুলিশ বাহিনীর সদস্যরা নিজ নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছে।