বাসস
  ১০ আগস্ট ২০২৪, ১৫:৪৮
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৬:১১

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতবিনিময়

ঢাকা, ১০ আগস্ট, ২০২৪ (বাসস) : অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণায়ের দায়িত্বপ্রাপ্ত ড. আসিফ নজরুল সচিবালয়ে মতবিনিময় করেছেন।
আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল ।
সভার শুরুতেই তিনি ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বৈঠকে মন্ত্রণায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।