বাসস
  ১০ আগস্ট ২০২৪, ১৯:৩১

ঝালকাঠিতে সংখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে যুবদলের সমাবেশ

ঝালকাঠি, ১০ আগস্ট, ২০২৪ (বাসস) : সন্ত্রাস, নৈরাজ্য, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, লুটপাট চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবিতে জেলায় সমাবেশ করেছে জেলা যুবদল।শনিবার সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন। 
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব এডভোকেট আনিসুর রহমান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, সেলিম হাসান, বারেক হওলাদার, এসএম মাওলা মনির, যুবদল নেতা মো. শফিকুল ইসলাম সুজন।