শিরোনাম
নড়াইল, ১১ আগস্ট, ২০২৪ (বাসস): জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সঙ্গে জেলা প্রশাসনের আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির প্রমুখ। এ সময় সাধারণ বাস মালিকরা উপস্থিত ছিলেন।