বাসস
  ১১ আগস্ট ২০২৪, ১৮:৩৮

মৌলভীবাজারের ৭টি থানায় পুলিশের কার্যক্রম শুরু

মৌলভীবাজার, ১১ আগস্ট, ২০২৪ (বাসস) : গত কয়েকদিন বন্ধ থাকার পর জেলার সাতটি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। 
সেনাবাহিনীর সার্বিক সহযোগীতা ও নিরাপত্তায় থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানাগুলোর কার্যক্রম।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান- থানায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা আসতে শুরু করছে। সীমিত আকারে থানা চালু করা হচ্ছে। এখন জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও দ্রুত শুরু হবে।