শিরোনাম
ঢাকা, ১১ আগস্ট, ২০২৪ (বাসস) : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বর্তমান এই কঠিন সময়ে জাতিকে একত্রিত করার দায়িত্বভার গ্রহণ করায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিগত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে এবং অনেক পরিবার তাদের প্রিয় সন্তানদের চির বিদায় দিয়েছেন। এই অপূরণীয় ক্ষতি থেকে জাতিকে ঘুরে দাঁড়াতেই হবে। তাঁরা আশা করছে এই সরকারের হাত ধরে দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ডিসিসিআই আশা করছে, বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিবে।